মোঃ জাহিদ, কুয়াকাটাঃ ‘কাউকে পিছনে ফেলে নয়’ এই স্লোগানকে সামনে রেখে রুরাল ইনহ্যান্সমন্টে র্অগানাইজশেন (রিও) বে-সরকারীভাবে পালন করেছে উপকূল দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবি সংগঠন রুরাল ইনহ্যান্সমন্টে র্অগানাইজশন (রিও)'র নির্বাহি পরিচালক মো.সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
এ সময় উপস্থতি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বাংলাভিশন টেলিভিশন কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন,ভোরের কাগজের আনোয়ার হোসনে আনু, বিজয় টেলিভিশিন কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমির, অনলাইনপোর্টাল জাগো নিউজ প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি মোঃ জাহিদসহ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনটিতে উপকূলের উপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্কারী ঘূর্নিঝড় 'ভোলা সাইক্লোন'। এই প্রলয়ঙ্কারী ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরানভূমিতে পরিনত হয়।
১০ লক্ষের অধিক প্রাণহানি হয় বলে ধারনা করা হয়। তাই দিনটিকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষনা করার জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে র্ঘূণঝিড়ে নিহতদের রুহের মাগফরোত কামনায় দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরচিালনা করেন, মাওলানা মোঃ জাহিদ।