রিপোর্টঃ নুরুল আমিনঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়ন বাসী।
বিভিন্ন সুত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যানের অধীনে উন্নয়নের ছোয়া লেগেছে অনেক। তিনি নির্বাচিত হয়ার পর, এখন পর্যন্ত এলাকায় বড় কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। আর এ সফল মানুষকেই আবারোও চেয়ারম্যান হিসাবে দেখতে চান স্থানীয় লোকজন। তিনি এলাকায় মাদক নির্মূলসহ অনেকগুলো উন্নয়নের কাজ করেছেন। তিনি যুব সমাজকে নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে দারিদ্র্যতা দূর করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন।
গত ৫ বছর ধরে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দারিদ্র বিমোচন, পল্লী অবকাঠামো ও আইন র্শৃংখলার উন্নয়ণ, নিরপেক্ষ শালিশ বিচারের মাধ্যমে পারিবারিক বিরোধের নিস্পত্তি, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও তালাকসহ নারী নির্যাতন রোধ, সুপেয় পানিয় জলের সুব্যবস্থা, রাস্তা, কালভার্ট, মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন, সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং খেলাধুলাসহ সার্বিক উন্নয়নের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় আবারও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমুকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় টিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ। চলমান ইউপি নির্বাচনে তারা কলাপাড়ার ঐতিহ্যবাহী নৌকা প্রেমী সৈয়দ পরিবারের এই সদস্যের হাতে আবারও নৌকা তুলে দেয়ার জন্য বঙ্গবন্ধু'র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোড় দাবী জানিয়েছেন।
উল্লেখ্য কলাপাড়া উপজেলার মধ্যে সৈয়দ পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের সদস্য সৈয়দ আবুল হাসেম মীর এক সময়ে কলাপাড়া মানুষের কাছে অতিপরিচিত একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি একাধারে টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কলাপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই এলাকা থেকে নির্বাচিত সাবেক এমসি ও এম এল এ ছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর সুযোগ্য সন্তান টিয়াখালী ইউানয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা‘র সুযোগ্য পুত্র টিয়াখালী ইউানয়নের বর্তমান সফল চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু বিগত ৫ বছরে টিয়াখালী ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে প্রচুর সুনাম অর্জন করেছেন এবং সাধারণ মানুষের মনজয় করতে সক্ষম হয়েছেন। যার কারণে এলাকার গরীব দু:খী মেহনতী মানুষ থেকে শুরু করে সর্বস্থরের জনগণ শিমু মীরাকে আবারও চেয়ারম্যান হিসাবে কাছে পেতে চান। এর প্রমান স্বরুপ রোববার ১৪ নভেম্বর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এ অনুষ্ঠিত ওই ইউনিয়ান আ'লীগের এক বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং উক্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা থেকে নৌকার মনোয়নের জন্য তাঁর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এই মূহুর্তে এলাকার সর্বস্তরের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় তাকিয়ে আছেন।
ইউনিয়নের নাচনাপাড়া মো. জুলহাস মোল্লা জানান, সৈয়দ মশিউর রহমান শিমু ভাই একজন ভালো মানুষ। যার কাছে যে কোন সমস্যা নিয়ে গেলে সমাধান করার চেষ্টা করেন। রাত-দিন যখনই যাওয়া হয় তার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে। আমরা এলাকাবাসী তার মতো একজন আদর্শ মানুষকে আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তিনি আগামীতে নির্বাচিত হলে এলাকায় আরোও অনেক বেশি উন্নতি হবে।
টিয়াখালী ইউনিয়নের উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তৃণমূলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এবারও নৌকা প্রতিক যেন তুলে দেয়া হয় সৈয়দ মশিউর রহমান শিমু'র হাতে। টিয়াখালী ইউনিয়নবাসীর এটাই প্রত্যাশা।