রিপোর্ট- নুরুল আমিনঃ কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে আ'লীগের দুর্দিনের কর্মী, ত্যাগী নেতা বাবুল মিয়াকে দেখতে চায় এলাকাবাসী।
দলছুট সুবিধাবাদী হাইব্রীডদের ভীরে দলের পুরনো, ত্যাগী ও দুর্দিনের কর্মীরা যখন প্রতিনিয়ত কোনঠাসা হয়ে পড়ছে নিজ দলের ভিতরে, অবহেলা, অবমূল্যায়ন আর বঞ্চনার ভাবে পুরনো ও ত্যাগী কর্মীরা যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পর্দার অন্তরালে তখন বাবুল মিয়ার মত নিরলস, র্নিলোভ, নিষ্ঠাবান কর্মীদের হাতে নৌকা তুলে দেয়া এখন সময়ের দাবী। এ প্রেক্ষাপটে নীলগঞ্জ ইউনিয়নের প্রবীন নবীন নেতা কমীরা জানান, আওয়ামী লীগের মনোয়নের ক্ষেত্রে বাবুল মিয়ার কোন বিকল্প নাই। তিনি অত্র ইউনিয়নের এমন একটি পরিবারের সদস্য এলাকার রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে যে পরিবারের রয়েছে অনেক সুখ্যাতি এবং সুদীর্ঘ ইতিহাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর এ দেশের রাজনীতির এক ক্রান্তিকালে যখন আওয়ামীলীগের চরম দুর্দিন চলছিল, জাতীয় নেতাদের জেলখানায় হত্যা, হাজার হাজার নেতাকর্মীকে খুন, হামলা নির্যাতন, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়াসহ নানা রকম প্রতিকূলতার মাঝে আওয়ামীলীগের নাম উচ্ছারণ করাও যখন কঠিন ছিল সেই দু;সময় কলাপাড়া থানা আওয়ামীলীগ এর সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ছিলেন মো: বাবুল মিয়ার আপন চাচা সাবেক এমপি মো: আনোয়ার-উল ইসলাম। দলকে সংগঠিত করার পাশাপাশি সামরিক সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচীতে নেতৃত্ব দিয়ে তিনি জনগনের আস্থা বিশ্বাস ও ভালবাসা অর্জন করেছিলেন। এরই ফলশ্রুতিতে তিনি ১৯৮৬ সালে জাতীয় সংসদ সির্বাচনে তিবি জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন লাভ করেন এবং বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। যদিও মিডিয়ি ক্যুর মাধ্যমে তার এই জয়কে ছিনিয়ে নেয়া হয় কিন্তু পরবর্তীতে ১৯৯১ ও ৯৬ সালে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেন। তাঁর সুযোগ্য কন্যা কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক শাহিনা পারভীন সীমা বর্তমান উপজেলা পরিষদ এর নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। পুত্র আবদুল্লাহ আল নোমান লিটন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দীয় উপকমিটির সাবেক সহ- সম্পাদক এবং যুক্তরাজ্য শাখা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি। অন্যান্য চাচাদের মধ্যে ফজলুল হক মিয়া ও মরহুম নজীর আহম্মদ মিয়া উপজেলা আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য ছিলেন। চাচা মরহুম এনায়েত মিয়া ঢাকা মহানগর আওয়ামীলীগ এর সদস্য ছিলেন। মো: বাবুল মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তার উপজেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর। চাচাত ভাই মো: গিয়াস উদ্দিন মিয়া নিউমার্কেট থানা যুবলীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক। ছোট ভাই এম নয়া মিয়া নয়ন ও ভাগ্নে আবদুল্লাহ আল মামুন মিঠু কেন্দ্রীয় যুবলীগের সদস্য।
তাই বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় কর্মী বান্ধব র্নিঅহংকারী প্রচার বিমুখ বাবুল মিয়াকে আওয়ামীলীগ থেকে মনোয়ন দেয়ার জন্য মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
###