আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮ টা ২০ মিঃ সময় বাংলাদেশ কোষ্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান নিজামপুর কর্তৃক উপজেলার হাজীপুর ব্রিজ সংলগ্ন আক্কেলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি ধান ক্ষেতে গাঁজা বিক্রিরত অবস্থায় মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম (৩২) কে ৬০ গ্রাম গাঁজা সহ ১টি মোবাইল সেট আটক করা হয়।
ওই মাদক ব্যবসায়ী ৭ নং ওয়ার্ড আক্কেলপুর গ্রামের মৃতঃ মোঃ কাদের হাওলাদার ছেলে।
এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানার একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।