আপন নিউজ অফিসঃ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন ঐ এলাকার শিক্ষিত ও মেধাবী তরুন মো. আফজাল হোসেন। সেই লক্ষ্যেই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি।
বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে আমি এলাকার মানুষের সেবা করতে চাই।