প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ
কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ আহত-২

আপন নিউজ রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানধীন ১৩২০মেগা ওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের বাংলাদেশী শ্রমিকদের মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) আনুমানিক বিকেল ৫ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শ্রমিক হাফিজুর রহমান (৩২) ও মোঃ শাহাদৎ হোসেন (৩৫) কে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে প্রেহণ করা হয়েছে। এদের মধ্যে হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত শ্রমিকরা কুড়িগ্রাম জেলার পচাকাটা থানার কুমিদপুর গ্রামের নাগরিক।
এ শ্রমিক অসন্তোষ ব্যাপারে পায়রা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় ঠিক কি কারণে শ্রমিক সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার পরপর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহমেদ আলী একদল পুলিশ নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.