আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের তিন বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ নজির হোসেন কালু পাটোয়ারী (৭৭) শুক্রবার রাতে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন।
শনিবার বিকেল ৩ টায় পচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের নিজ বাড়ী প্রতিবন্ধি স্কুল মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদ সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্বু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়য় মোঃ মতিয়ার রহমান, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।