চঞ্চল সাহাঃ কলাপাড়ায় পানিতে ডুবে মোসা. মরিয়ম বেগম (৬) ও সাবিকুন্নাহার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে সবিকুন্নাহার এবং বিকেল চার দিকে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে মরিয়ম বেগম নিজেদের পুকুরে ডুবে এ দূর্ঘটনার শিকার হয়।
এদেরকে অনেক খোঁজাখুজির পর বাড়ীর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
সাবিকুন্নাহার রজপাড়া গ্রামের মো.আবু বক্কর সিকদারের মেয়ে ,অপরদিকে মরিয়ম কুমিরমারা গ্রামের মো.আবু জাফরের মেয়ে।