আপন নিউজ অফিসঃ কুয়াকাটা জাতীয় উদ্যানে শনিবার বিকেলে একটি মেছোবাঘ অবমুক্ত করেছে বনবিভাগ। শুক্রবার রাতে কলাপাড়া পৌরশহরের সমাজ কল্যান রোডের জুঁই জোহরা মঞ্জিলে প্রবেশ করে খাঁচায় পোষা ৫টি মুরগী খেয়ে মেছো বাঘটি লোহার খাঁচায় আটকা পড়ে।
শনিবার সকালে বনবিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আ: ছালামকে বিষয়টি জানালে তিনি এসে মেছোবাঘটি নিয়ে কুয়াকাটা জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
এসময় কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আঃ ছালাম মিয়া, স্থানীয় সাংবাদিক সহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।