আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ছেলে বিষ খাওয়ানোর পর বিষ খেলেন বাবা; অল্পের জন্য বেঁচে গেলেন বাবা-ছেলে দুজনই।
রবিবার (২১ নভেম্বব) সন্ধ্যা ৭ টার দিকে কুয়াকাটার হোসাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসাইনপাড়া গ্রামে মানসিক সমস্যায় থাকা আবু বক্কর সিদ্দিকী (২৬) নিজে কীটনাশক পান করে, পরে তার একমাত্র ছেলে জুনায়েত (৫) কেও খাওয়ানো হয়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন জুনায়েত'কে কলাপাড়া হাসপাতালে ও তার বাবা আবু বক্কর সিদ্দিকীকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় আবু বক্কর সিদ্দিকীকে কলাপাড়া হাসপাতালে রেফার করেন। বর্তমানে বাবা-ছেলে দু’জনই অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।