বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ আসন্ন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা ৫ডিসেম্বর রবিবার ইউপি ভবনে সন্ধার পর অনুষ্ঠিত হয়েছে।
টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ হাবিবুর রহমান'র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা সভাপতি আক্তারুজ্জামান কোক্কা।
আসন্ন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু কে জয়যুক্ত করার আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার বিজয় নিশ্চিত করনে উপস্থিত আ'লীগ নেতৃবৃন্দ হাত উঠিয়ে সমর্থন জানান।।
টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়নের সফল চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী হুমায়ুন কবির, ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মোফাজ্জেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার শিকদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহআলম খান, ইউপি সদস্য সোবাহান বিশ্বাস, নয়া মিয়া, শ্রমিক লীগের ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলাম প্রমূখ।
এসময় টিয়াখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা টিয়াখালী ইউনিয়নের সফল চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু ২৬ডিসেম্বর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকল ত্যাগী নৌকা প্রেমী দের সোচ্চার থাকার আহবান জানান।