আপন নিউজ অফিসঃ আসন্ন কলাপাড়া উপজেলার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আইন শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ, কলাপাড়া থানার ওসি মো. জসীন উপস্থিত ছিলেন।
এসময় চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।