আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক প্রার্থী। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আফজাল হোসেন।
তাকে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার পদে নির্বাচিত হওয়া নিয়ে প্রতিক্রিয়ায় মো.আফজাল হোসেন বলেন, জনগণের ভালোবাসায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। খুশি। আল্লাহ তায়ালা সম্মান দিয়েছেন। তবে জনগণ সাথে থেকে নির্বাচন করলে অন্যরকম অনুভূতি ও আনন্দ পাওয়া যায়।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আফজাল হোসেন একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন।
ওই ওয়ার্ডে শামসুল হক গাজী মনোনয়ন দাখিল করেন। পরে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে ওই ওয়ার্ডে একমাত্র প্রার্থী থাকায় আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, ওই ওয়ার্ডে দুই প্রার্থী ছিল। সে প্রত্যাহার করে নেয়। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন হবে। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোন প্রতিদ্বন্দ্বি না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। ফলে ওই ওয়ার্ডে মেম্বার পদে একাধিক প্রার্থী না থাকায় আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।