আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নিজের জমিতে গরু ও ছাগল ধান খাওয়ানো প্রতিবাদ করায় কৃষক জমির মালিক মো. হেমায়েত খাঁ (৩৫) কে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।
তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. হেমায়েত খাঁ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের খলিল, ফয়সাল, তৈয়ব তাদের গরু ও ছাগলে আমার জমির ধান খায়। এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। আমি এ ঘটনায় বিচার চাই।
কলাপাড়া থানার ওসি মো. জসীন বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।