বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ হাই ভোল্টেজ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের ২৬ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহাদুল হাসান সুজন মোল্লা'র আনারস মার্কার প্রচারে বাঁধা, মাইক বন্ধ করে মোবাইল, মেমোরি কার্ড কেড়ে নেয়া, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সমর্থক কর্মীদের "হাতুরী" দিয়ে রক্তাক্ত জখম, হুমকী ধামকী সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার ৮ডিসেম্বর সন্ধায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লা।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শান্তিপুর্ন নির্বাচনের দাবী করা হয়। সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত মডেল টিয়াখালী ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।বিজয়ের মাসে টিয়াখালী ইউনিয়ন বাসীকে অভিনন্দন জানান।
৭ডিসেম্বর প্রতিক বরাদ্ধ শেষে আণারস মার্কার কর্মী সমর্থকদের উপর সৈয়দ মশিউর রহমান শিমু'র লালিত বাহিনী হোন্ডা মহড়া দিয়ে টিয়াখালী ইউনিয়নে আতংক সৃস্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লা অভিযোগ করেন। আনারস মার্কার অর্ধশতাধিক নেতাকর্মী উপস্হিত ছিলেন।
সন্ত্রাসী হামলা হুমকি ধামকির ধারাবাহিক ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে ও কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মোল্লা।