
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ "হাই ভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা বেড়েই চলেছে। হাতুরী বাহিনীর অজানা আতংকে সাধারন আমজনতা শংকিত।
উপজেলার পায়রা বন্দর খ্যাত টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের পশ্চিম টিয়াখালী গ্রামে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়েত প্রবাসী ছালাম গাজীর ছেলে রুবেল গাজী'র বসতঘরে তালা মার্কার মেম্বর প্রার্থী ইব্রাহিম মেম্বরের নেতৃত্বে আকস্মিক হামলা চালিয়ে বসত ঘর কুপিয়ে ক্ষতবিক্ষত করে। ট্রাংক ভেঙ্গে ৫০হাজার সাতশ' টাকা সহ তিনভরী স্বর্নালংকার নিয়ে যায়।
ইব্রাহিম মেম্বরের নির্দেশে হাসান সহ অজ্ঞাত ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী হাতুরী দিয়ে এ হামলা চালায় বলে ছালাম গাজীর পরিবার জানান।
২৬ডিসেম্বর অনুষ্ঠিত টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪নং ওয়ার্ডের তালা মার্কার মেম্বর প্রার্থী ইব্রাহিম কে সমর্থন না করার কারনে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।
হাতুরী বাহিনী লিলি বেগম (৪৫) কে ধাক্কা দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনা শুনে তাৎক্ষণিক কলাপাড়া থানা পুলিশ পশ্চিম টিয়াখালীর ছালাম গাজীর বাড়িতে যায়।
এ ঘটনায় ওই এলাকায় সাধারন আমজনতা ক্ষোভ প্রকাশ করে দোষী দের বিরুদ্ধে প্রচলিত আইনের শাসন দাবি করেন।
শংকিত টিয়াখালীবাসী শান্তিপুর্ন নির্বাচনের দাবী করছে সংস্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে।
অভিয়ুক্ত ইব্রাহিম মেম্বরের মুঠোফোনে ( 0172 4769649)নম্বরে একাধিক বার কল দিলে ফোন রিসিভ না করার কারনে তার অভিমত বক্তব্য দেয়া যায়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে দুর্ভোগী অসহায় পরিবারটি জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনা শুনে আমি নিজে ঘটনা স্পটে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টিয়াখালী ইউনিয়নে টহল পুলিশ জোরদার করা হয়েছে।