বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু'র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১২ডিসেম্বর রবিবার বিকেলে টিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাতকানী সরকারি প্রাঃ বিঃ মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু বলেন, গনতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নহর দৃশ্যমান এখন পায়রা বন্দর খ্যাত টিয়াখালী ইউনিয়ন। জমির উর্ধমুল্যে টিয়াখালীর মানুষ লাভবান হয়েছে। রাস্ট্র পরিচালনায় আওয়ামী লীগের সরকার। পাঁচ বছরে আপনাদের সেবক হয়ে সেবা দিয়েছি, আমার ব্যবহারে কেউ ব্যথিত হলে তাদের কাছে ক্ষমা চাই। সাবেক এমএলএ সৈয়দ আবুল হাসেম'র নৌকা সৈয়দ নাসির উদ্দিনের নৌকা, সাবেক সফল চেয়ারম্যান আখতারুজ্জামানের নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি জামায়াত সমর্থনে বিদ্রোহী প্রার্থীর অশুভ চক্রান্ত রুখে দিতে সোচ্চার থাকার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্রোহী আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লা'র বাহিনি শনিবার হামলা চালায়। মোটরসাইকেল ভাংচুর করেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক হাওলাদার, মোঃ শহিদ শিকদার, মোজাম্মেল হক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাশার শিকদার, রাজিব তালুকদার প্রমুখ।
এরপর সন্ধ্যায় ৫নং ওয়ার্ডের সুলতান মের্দার বাড়ীর উঠানে ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখা র সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, রাজী তালুকদার, ওয়ার্ড আ'লীগ সভাপতি ফারুক প্যাদা, আ'লীগ নেতা মোঃ শাজাহান, ওয়ার্ড আঃলীগ সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, কৃষকলীগ নেতা মজিবর হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুলতান মের্দা, জারজিদ তালুকদার, আওরঙজেব তালুকদার প্রমুখ। ২৬ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।