আপন নিউজ অফিসঃ প্রধানমন্ত্রীকে নিয়ে আশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কলাপাড়া স্বেচ্ছাসেবক লীগ।
রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করেন নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী জসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল সালাম বিশ্বাস।
এসময় মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তিসহ দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে বিচারের দাবী জানান বক্তরা।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.বশির, সুলতান খান, ইব্রাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, দপ্তর সম্পাদক সাকিবুল হাসান, সদস্য নাঈমুর রহমান রনি, হালিম সরদারসহ উপজেলা, পৌর শহর স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।