বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ শীতের ঠান্ডা হাওয়া উপেক্ষা করে কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারনা চলছে। এ ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেব মনোনীত টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ রেজা'র উঠান বৈঠক ইটবাড়িয়া বালিয়াতলী সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় ১৫ডিসেম্বর বুধবার সন্ধার পর অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন উপদেষ্টা মাওঃ খালেক খানের সভাপতিত্বে হাতপাখার উঠান বৈঠক প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, কলাপাড়া উপজেলা "সদর" মাওঃ হেদায়েতুল্লাহ জেহাদী।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখা সভাপতি মৌলভী জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ রাসেল শিকদার, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবু জাফর খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ জুবায়ের।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাত পাখার চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ রেজা সনত্রাস, মাদক, ইভটিজিং অনিয়ম দুর্নীতি মুক্ত মডেল টিয়াখালী ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয়ে আগামী ২৬ডিসেম্বর হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
হাই ভোল্টেজ টিয়াখালী ইউনিয়ন পরিষদের অবাধ ও শান্তিপুর্ন নির্বাচনের দাবী করে হাত পাখা মার্কায় মুল্যবান ভোট দাবী করেন।
বুধবার সন্ধার পর টিয়াখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে হাতপাখা মার্কার উঠান বৈঠক শেষে ওই ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বর প্রার্থী মোঃ আলমগীর হোসেন হাওলাদার সকল কে মহান বিজয় দিবসের অভিনন্দন জানিয়ে আগামী ২৬ ডিসেম্বর রবিবার ০৭নংওয়ার্ডে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।