আপন নিউজ অফিসঃ কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ১২১ নং সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র জানা গেছে, সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে মোসা. হাওয়া নুর বেগম (মোরগ প্রতীক), মোসা. মাকসুদা বেগম (কলস প্রতীক), মো. শাহিনুর বেগম (আম প্রতীক) ও মোসা. জেসমিন বেগম (মই প্রতীক) নিয়ে ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
তার মধ্যে দলিল লেখক মো. রাসেদুল ইসলাম মুনসুরের স্ত্রী মোসা. হাওয়া নুর বেগম (মোরগ প্রতীক) ১০৯ ভোট পেয়ে প্রথম ও মোসা. মাকসুদা বেগম (কলস প্রতীক) ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।
এছাড়াও মো. মিলন মাঝী ও মো. ইছা আকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।