বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৬ডিসেস্বর রবিবার।
নির্বাচন আচরন বিধি মেনে প্রতিদিন দুপুরে মাইকে চেয়ারম্যান, মেম্বর,মহিলা মেম্বর প্রার্থী দের প্রচারনার মাইকে গানের সুরে মার্কার শব্দকন্ঠ মাইকে শোনা গেলেই বুঝা যায় দুপুর হয়েছে দুইটা বেজেঁছে।। হাইভোল্টেজ টিয়াখালী, চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চলছে প্রার্থীদের সরব প্রচারনা। তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার তিনজন প্রা্থী ভোটের মাঠে রয়েছেন।
কলাপাড়ার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর স্ট্যান্ডে ১৭ডিসেম্বর শুক্রবার মাগরিব নামাজ বাদ হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন শিকদার উঠান বৈঠকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আঃ মান্নান মাস্টারের সভাপতিত্বে হাতপাখা মার্কার উঠান বৈঠকে হাতপাখার পক্ষে মুল্যবান ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ডের কোরান প্রশিক্ষক মাওঃ আবু সায়েম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন আয়াম্মা পরিষদের মাওঃ আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ কাওছার, নীলগঞ্জ ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, খানবাড়ী জামে মসজিদের সভাপতি, মাওলানা আব্দুল মান্নান, চরমোনাই কওমী মাদ্রাসা ছাত্র মোঃ আবু মুসা, হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা সচিব মাওঃ আঃ কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারী মাঃ আব্দুর রশিদ ও নীলগঞ্জ ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওঃ আসাদুজ্জামান ইউসুফ।
উঠান বৈঠকে হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন শিকদার, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত আদর্শ ভিত্তিক একটি মডেল ইতিহাস গঠন ও স্থায়ী উন্নয়ন সহ ইসলাম এবং জনগনের খেদমত করার সুয়োগ দেবার জন্য সম্মানীত ভোটার দের দোয়া সমর্থন কামনা পুর্বক ২৬ডিসেম্বর হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন শিকদার।
শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্লোগানের বাস্তবতায় চরমোনাই পীর সাহেব মনোনীত হাতপাখা মার্কায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন শিকদার সকলের দোয়া ভালোবাসা সমর্থন ও মুল্যবান পবিত্র আমানত ইসলামের পক্ষে বিবেকের রায় প্রদানের অনুরোধ করেছেন হাত পাখার চেয়ারম্যান প্রার্থী।
উঠান বৈঠক শেষে সকলের মঙ্গল কামনা করে হাতপাখার বিজয়ের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।