বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকী আর মাত্র সাত দিন।
উপজেলার টিয়াখালী ইউনিয়ন গুরুত্বপূর্ণ বেশী এই ইউনিয়নের রয়েছে সরকারের মেঘা প্রকল্পে একটি পায়রা সমুদ্র বন্দর। একারনে নির্বাচনে সব চেয়েবেশী আলোচনায় রয়েছে টিয়াখালী। এরই মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমুর সমর্থক হাতুরী বাহিনীর বেশ কয়েকটি তান্ডব চালিয়েছে স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার কর্মী সমর্থকদের উপর। এমন কি তার ভাই জামাল মোল্লা সহ ২০ জনের নামে মামলা পর্যন্ত করিয়েছে নৌকা প্রতিকের এক সমর্থককে দিয়ে। এসব কারনে সাধারন মানুষ সহ ভোটাররা এক জোট হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার পক্ষ বাড়ি বাড়ি গিয়ে আনারস মার্কার পক্ষ ভোট প্রার্থনা করছেন এবং তার উঠান বৈঠক গুলোয় মানুষ উপছে পড়ছে। নৌকা প্রতিকের প্রার্থীর বাঁধা হুমকী উপেক্ষা করে আগামী ২৬ ডিসেম্বর রবিবার তারা দল বেধেঁ এর জবাব দিতে ঐক্যবদ্ধ হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার বেলা চার টায় টিয়াখালী ইউনিয়নের ৮নং ওর্য়াডের ফরাজিকান্দা বালুর মাঠে সুজন মোল্লার আনারস প্রতিকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জালাল ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা, এলাকাবাসীর মধ্যে মুজাফ্ফর হোসেন, রিপন ফরাজী, চান মিয়া ব্যাপারী, মো: আবদুলস্নাহ, আজাদ ব্যাপারী, সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মো: রাতুল হোসেন। আনারস মার্কার উঠান বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তারা সভায় উপস্থিত সকলকে আগামী ২৬ ডিসেম্বর আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান।