আপন নিউজ অফিসঃ কলাপাড়ার টিয়াখালীতে আনারস প্রতীকের স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক সৌরভ ফরাজী (৪৫) ও শাকিব (১৮) কে হাতুর ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
সৌরভ ফরাজী ও শাকিব জানান, নৌকার সমর্থক সাদ্দাম হাওলাদার, মাসুম কেরারী, জাকির হাওলাদার, মাসুম ফকির, জাকারুল সহ ৫/৬ জন তাদের উপর হামলা করে হাতুর ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
রোববার সাড়ে ৮ টায় টিয়াখালীর ৮ নং ওয়ার্ডে বাদঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা প্রস্তুতি চলছে বলে সূত্র জানা গেছে।