চঞ্চল সাহাঃ কলাপাড়ায় কাশির ওষুধ ভেবে ভুলক্রমে কীটনাশক পান করায় আবদুর রশিদ হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে সে কীটনাশক পান করার পর অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১০ টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার বাড়ী উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় ইউ.ডি মামলা হয়েছে।
নিহত রশিদ হাওলাদারের জামাতা মো.মনিরুল ইসলাম জানান, সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভূগছিল। শনিবার সে করোনার টিকাও নিয়েছিল । রাতে সে কাশির ওষুধের পরিবর্তে ভুল বসতঃ কীটনাশক পান করলে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক ডা.অনুপ কুমার সরকার জানান, রশিদ হাওলাদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, রশিদ হাওলাদারের মৃত ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে। তবে সে ভুলক্রমে কাশির ওষুধের পরিবর্তে কীটনাশক খেয়ে ফেলেছে বলে প্রাথমকি তদন্তে জানা গেছে।