চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শাপলাপাতা মাছ ক্রয়ের অপরাধে মনির মুসুল্লী (৩৪) নামে এক ক্রেতাকে বন সংরক্ষন আইনে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরশহরের মাছ বাজার এলাকা থেকে শাপলাপাতা মাছ কিনে নেয়ার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎজীবন মন্ডল তাকে এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় শাপলাপাতা মাছ বিক্রেতা সটকে পড়ে। তবে ওই বিক্রেতার অন্ততঃ আড়াইমন ওজনের টুকরা টুকরা কাটা শাপলাপাতা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে একই এলাকা থেকে বনকর্মকর্তা আবদুস ছালাম পাঁচ মন ওজনের অপর একটি শাপলাপাতা মাছ জব্দ করে মাটি চাঁপা দেন। এসময় এ বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
বিষয়টি জানতে বনকর্মকর্তা আবদুস ছালাম কে তাঁর মুঠো ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।