বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচারনা।এ ধারাবাহিকতায় শীতের বৈরী আবহাওয়ায় উপেক্ষা করে ২২ডিসেম্বর বুধবার সন্ধার পর চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বর প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ত্যাগী নির্যাতীত বঙ্গবন্ধুর সৈনিক আমির হোসেন খান এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোরগ মার্কার সমর্থনে মোখলেছুর রহমান'র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ শিকদার, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া মোঃ আশ্রাফুল, মোঃ দেলোয়ার হোসেন, দুলাল হোসেন বাবুল, মনির হোসেন, তানজিল শরিফ, আলতাফ খান, জয়নাল হাওলাদার প্রমুখ।
সকলেই ২৬ডিসেম্বর রবিবার মোরগ মার্কার মেম্বর প্রার্থী মোঃ আমির হোসেন খান'র মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সভার শুরুতে মৌলভী হাবিবুর রহমান তালুকদার কোরান তেলোয়াত করেন।
২৬ডিসেম্বর রবিবার চাকামইয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ১৭৮৫জন ভোটার নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ইভিএমে ভোট দিয়ে বিজয়ের মাসে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান মেম্বর প্রার্থী আমির হোসেন খান।
সকলের দোয়া ভালোবাসা সমর্থন কামনা করেছেন। আস্থা রেখে পাশে থাকার আহবানে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
মোরগ মার্কার উঠান বৈঠকে ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক। গত নির্বাচনে আমির হোসেন খান র বিজয় ছিনতাই হয়েছিল। ভোট ডাকাত কর্তৃক বলে বক্তব্যে বলেন।