আপন নিউজ অফিসঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিয়াখালী বাজারে নৌকার সমর্থনে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দীন।
বক্তব্য রাখেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ফজলুর রহমান সানু শিকদার, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখা র সভাপতি, সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বশার সিকদার, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু, পৌর কাউন্সিল জাকি হোসেন জুকু, পৌর কাউন্সিল খালেদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস প্রমূখ।
উঠান বৈঠকটি টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।
এ সময় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু'কে পুনরায় জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।