আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের নানী রেখা বেগম (৪২) ও নাতি জুনায়েদ (৭) নিখোঁজ রয়েছে। এবং মেহেদি হাসান (১০) নামে একজন আহত হয়ে এখন বরিশালের হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই লঞ্চে তালতলীর দুই ব্যবসায়ী মালামাল নিয়ে ফিরছিল। তারা প্রাণে বাঁচলেও তাদের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা খালি হাতে বাড়ি ফিরেছে।
জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী গ্রামের মৃত কামাল সিকদারের স্ত্রী রেখা বেগম ৭-৮ দিন আগে ঢাকার উত্তর বাড্ডা এলাকায় দেবর বাবুল সিকদারের বাসায় মেয়ের ঘরের নাতি মো. জুনায়েদকে (৭) নিয়ে বেড়াতে যান। সেখানে বেড়ানো শেষে বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসার জন্য বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ওঠেন। লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে আসার পর এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তালতলীর ছোটবগী গ্রামের রেখা বেগম (৪২) ও তার মেয়ের ঘরের নাতি জুনায়েদ (৭) নিখোঁজ রয়েছে বলে জানান রেখার দেবর জলির সিকদার।
জলিল সিকদার আরো জানান, শুক্রবার ৩ টা পর্যন্ত তাদের কোন খোঁজ পাইনি। তার খোজে আমি এখন ঝালকাঠীতে অবস্থান করছি। সকাল থেকে ঝালকাঠী হাসপাতাল, থানা এবং বরিশালের হাসপাতালে তন্নতন্ন করে খুজেও তাদের দু’জনকে কোথাও পাইনি। তিনি আরো বলেন, আমার আরো স্বজনরা তাদেরকে খোজার জন্য ঝালকাঠি রওয়ানা হয়েছে। এছাড়া লঞ্চ দুর্ঘটনায় তালতলীর গাবতলী গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে মেহেদি হাসান (১০) আহত হয়ে এখন বরিশালের হাসপাতালে ভর্তি রয়েছে। তার শ্বাস নারী এবং পা পুরে যাওয়ায় সে গুরুতর আহত হয়েছেন। সে ৭-৮ দিন আগে ঢাকার কেরানি গঞ্জের বালুর চরে তার দাদা হারুন হাওলাদারের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসার জন্য বরগুনার গামী অভিযান-১০ লঞ্চে ওঠেন।