আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ দোকানের জন্য মাল কিনে ঢাকা থেকে অভিযান-১০ লঞ্চ বাড়ি ফিরছিলেন তালতলীর বড়বগী বাজারের কাপড় ব্যবসায়ী শহিদ হাওলাদার (৩৫) ও মুদি মনোহরি ব্যবসায় মো. নুহু ফরাজী। ব্যবসায়ী মো. শহিদ হাওলাদার এবং মো. নুহু ফরাজি প্রায় ৫ লাখ টাকার কাপড় এবং মুদিমনোহরি মালামাল নিয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান-১০ লঞ্চে ওঠেন বাড়ি আসার জন্য। লঞ্চ অগ্নিকান্ডের ঘটনায় ভাগ্যক্রমে তারা বাঁচলেও পুরে ছাই হয়ে গেছে দোকানের জন্য কিনে আনা ৫ লক্ষ টাকার মালামাল।
মো. শহিদ হওলাদার জানান, লঞ্চে আগুন লাগার পর অনেক লোককে লাফিয়ে নদীতে পড়তে দেখিছি।
তিনি আরো জানান, ভাগ্য ক্রমে আমি এবং তালতলীর ব্যবসায় নুহু ফরাজি বাঁচলেও আমাদের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। এখন কি করে সংসার চালাবো সে চিন্তায় আছি।