আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় তিনটি ইউনিয়নে নির্বাচন রোববার শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে স্বতন্ত্র ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৩৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতিকের প্রার্থী মো. আব্দুল জলিল মিয়া ৩১২০ ভোট পেয়েছেন। টিয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন (আনারস) ৪১০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু পেয়েছেন ৩১৪৬ ভোট। নীলগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাবুল মিয়া ৮ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতিকের প্রার্থী আনোয়ার সিকদার ৬০৫০ ভোট পেয়েছেন।