সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চার ইউপিতে নৌকার শতভাগ জয়। উপজেলার চারটি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়ী প্রার্থীরা হলেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নে মু. সাইদুজ্জামান মামুন খান, ছোটবাইশদিয়া ইউনিয়নে এবিএম আবদুল মান্নান হাওলাদার, চরমোন্তাজ ইউনিয়নে একে আবু সামসুদ্দিন (আবু মিয়া), চালিতাবুনিয়া ইউনিয়নে মু. জাহিদুর রহমান (জাহিদ)।