সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবর রহমান। সোমবার (২৭ ডিসেম্বর) তাকে দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ঘোষণা করা হয়। হাজি মজিবর রহমান দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হওয়ায় গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরু নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা প্রমুখ।
বিআরডিবি’র কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাজী মজিবর রহমান। এছাড়া তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।