আপন নিউজ অফিসঃ কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে বাসা থেকে ডেকে ধান ক্ষেতে নিয়ে রাজমিস্ত্রি মো. বশির হাওলাদার (৩০) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মৃতদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারের স্ত্রী জানান, তার স্বামীর আপন ভাই সুমন ও আপন বড় চাচা কাদের এর সাথে জমিজমার বিরোধ রয়েছে। ঘটনার দিনে তারা তার স্বামীকে বাসা থেকে ডেকে ধান ক্ষেতে নিয়ে যায়।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. সায়মা সুলতানা জানান, পেটে চাকু দিয়ে আঘাত করা হয়েছে।
সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, জমিজমা বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জেনেছি।