চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা ও শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে স্মরন সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক শোকর্যালী মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল হোসেন।
এ সময় আলাউদ্দিনের স্মৃতিচারন করে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মজিদ খান, মুক্তিযোদ্ধা হাবিবুল্ল্হা রানা, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, প্রধান শিক্ষক শাহ্সুজা, তায়েব মাঈনুদ্দিন তোহা।
অনুষ্ঠান পরিচালনা করেন, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার। অনুষ্ঠানে বক্তারা, লেবুখালী সেতুকে শহীদ আলাউদ্দিনের নামে নামকরন সহ কলাপাড়া পৌরশহরের একটি সড়ক শহীদ আলাউদ্দিনের নামে নামকরনেরও দাবী জানান।
উল্লেখ্য, শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী বরিশাল সদর রোড এলাকায় পাকিস্তানী ইপিআরের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় সে বরিশাল এ কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল। তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে।