আপন নিউজ অফিসঃ দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেকটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার প্রধান অতিথি ও কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া থানার ওসি মো. জসীম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাউদ্দিন মাননু, সাবেক সহ সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এস কে রঞ্জন। এসয় কর্মতর সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
স্বগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকা কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জি।
সভাপতিত্বে করেন, কলাপাড়া যুগান্তর স্বজন সমাবেশ সভাপতি ঢালী রুহুল আমিন অভি।
পরে জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয়।