প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২০, ৭:৪০ পূর্বাহ্ণ
পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সদ্য ফিরে আসা ২০ চীনা নাগরিক বিশেষ পর্যবেক্ষণে

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ার ধানখালি ইউনিয়নের ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ২০ চীনা নাগরিককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অতি সম্প্রতি এরা চীন থেকে বাংলাদেশে ফিরেছেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে এদের আলাদা সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মোট ১৪দিন এদের এভাবে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপরে এরা সবাই কাজে যোগদান করবেন। করোনা ভাইরাসের সংক্রমন আছে কি না তা নিশ্চিত হতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এরা সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারসহ বিদ্যুতকেন্দ্রের বিশেষ মেডিকেল টিম এদের চেকআপ করছেন। ডাঃ চিন্ময় হাওলাদার জানান, সতর্কতামূলক পদক্ষেপ নেয়া ২০ চীনা নাগরিকের ১৭ জন ৩০ জানুয়ারি, দুই জন ২৩ জানুয়ারি এবং এক জন ২৬ জানুয়ারি বাংলাদেশে ফিরেছেন। তিনি আরও জানান,এসব চীনা নাগরিকদের মধ্যে করোনা ভাইরাসের কোন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারা সবাই সুস্থ রয়েছেন। শঙ্কার কিছুই নেই।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.