আপন নিউজ অফিসঃ কলাপাড়া সাংবাদিক ফোরাম'র নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম।
রবিবার সন্ধ্যায় তিনি কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয় নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে একটি অসিসিয়াল চেয়ার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সাংবাদিক ফোরামে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন, সাধারন সম্পাদক এস এস আলমগীর হোসেন, সহসভাপতি এ্যাডভোকেট জেড.এম কাওসার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস মোল্লা প্রমুখ।
কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন বলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের কাছ থেকে একটি চেয়ার উপহার পেয়ে আমরা আনন্দিত। তার এ অনুদান কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের নিউজ লেখার ক্ষেত্রে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।