প্রেস বিজ্ঞপ্তিঃ কলাপাড়া সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় এস এম আলমগীর হোসেনকে নির্বাচিত করায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোঃ বেল্লাল হাওলাদার। সেইসাথে নির্বাচিত কমিটির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘কলাপাড়া সাংবাদিক ফোরাম বিগত ২ বছরে যে জনপ্রিয়তা অর্জন করেছে তা লক্ষণীয় এবং প্রশংসার দাবিদার। প্রত্যেক সদস্যদের যোগ্যতা ও সাহসী পদক্ষেপের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সৎ, সাহসী এবং সহানুভূতিশীল নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে।’
কলাপাড়া সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।