আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় গরু দিয়ে ফসল নষ্ট না করাযর প্রতিবাদ করলে মো. মহিউদ্দিন (৩৫) নামের এক কৃষক কে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আহত বড় মহিউদ্দিন'র ভাই আব্বস (৫০) জানান, কয়েকদিন ধরে নিজেদের জমির ফসল গরুতে খেয়ে নষ্ট করে ফেলে। এর প্রতিবাদ করতে গেলে ঘটনার দিনে তার ছোট ভাই মহিউদ্দিনকে একই এলাকার রব চৌকিদার, রহমান চৌকিদার, রহিম চৌকিদার, ইউনুস চৌকিদার, ইদ্রিস চৌকিদার, দেলওয়ার সাঈদী, ইমাম হোসেন সহ ৭/৮ জন একজোট হয়ে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তার রক্ষা করতে গেলে আমাকেও পিটিয়ে জখম করে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তিত চলছে বলে তিনি জানিয়েছেন।