আপন নিউজ অফিস।। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে যুবক মনসুর মোল্লার (২২) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ মনসুর মোল্লার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, বৃহস্পতিবার সকালে মনসুরকে বাড়িতে রেখে তার মা পাশের গ্রাম দেবপুরে তার খালার বাড়িতে বেড়াতে যায়। রাত আড়াইটার দিকে নিহত যুবকের মা শোভা বেগমের ফোনে অচেনা এক নারী মোবাইল কলে জানান তার ছেলে গলায় ফাঁস দিয়েছে। গভীর রাতে ছেলের মৃত্যুর খবর পেয়ে মা স্বজনদের জানান। তারা রাতে ঘরের জানালা দিয়ে মনসুরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর দেন পুলিশকে।
পুলিশ আরও জানান, মৃত মমিন মোল্লার ছেলে মনসুরের সাতদিন পরে সৌদি আরব যাওয়ার কথা। বিদেশ যাওয়ার সকল কাগজপত্র তৈরি করেছে। কিন্তু কি কারনে আত্মহত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে। আর ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলটি লক খুলতে পারলে তার মধ্যে আত্মহত্যার কোন ভিডিও বা অন্য কোন তথ্য আছে কিনা তা জানা যাবে।
তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে নারী মনসুরের মাকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে তার সঙ্গে মৃত মনসুরের প্রেমের সম্পর্ক থাকতে পারে। ওই নারীকে খুঁজে বের করতে পারলে এ বিষয়টি জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।