মোঃ জাহিদ কুয়াকাটাঃ কুয়াকাটা ফাসিপাড়া নবীন প্রবীন সমাজ কল্যান সংস্থার বার্ষিক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাসিপাড়া নবীন প্রবীন সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মাওলানা মোঃ হাবিবুর রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সরোয়ার হোসেন হাওলাদার, সভাপতি ফাসিপাড়া নবীন প্রবীন সমাজ কল্যান সংস্থা। আরো উপস্থিত ছিলেন নবীন প্রবীন সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ হাসান হাওলাদার রনি,অর্থ-সম্পাদ মোঃ আব্দুল জলিল আকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটি সেচ্ছা সেবি সংগঠন হিসেবে ২০২১ সালে যাত্রা শুরু করে, এক বছরের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করে,। আর এগিয়ে যাচ্ছে নবীন প্রবীনদের একনিষ্ঠ প্রচেষ্টায়
উক্ত আলোচনা সভায় মাওলানা হাবিবুর রহমান বলেন, সংঠনের মুল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রইলো সবসময়। তিনি আরো বলেন, সমাজের জন্য নিবেদিত প্রাণ নবীন প্রবীনদের নিয়ে আমাদের সংগঠন এগিয়ে যাবে বহুদূর। সে লক্ষে আমরা সবসময় সকল কল্যাণে কাজ করে যাব ইনশা-আল্লাহ।
এসময় উপস্থিতিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা দেখা যায়।