আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসঃর প্রয়ান দিবসে পারিবারিক ভাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৭ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে জোহর নামাজবাদ পৌর শহরের এতিমখানা মাদ্রাসায় পারিবারিক ভাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা মুছা বিশ্বাস দোয়া মোনাজাত পরিচালনা করেন।
এসময় মিজানুর রহমান টুটু বিশ্বাস, মোজাহার উদ্দিন বিশ্বাস ওয়াক্ফ এস্টেটের মোত্তোয়ালী সালাউদ্দীন বিশ্বাস, শামসের বিশ্বাস সবুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃশহিদুল ইসলাম বিশ্বাস,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির কলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বিশ্বাস, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রাইসুল ইসলাম বিশ্বাস টিপু, পিন্টু বিশ্বাস, মরহুমের দৌহিত্র গাজী কামরুল ইসলাম তরুন, বিএনপি উপজেলা দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাইদ কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য সাবেক সহ সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক এসএম আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বাস টুটুল, মরহুমের দৌহিত্র লিটন বিশ্বাস, প্রতিক বিশ্বাস বিএনপি স্বেচ্ছাসেবক দল পৌর আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, লাইবা, ছাত্রদলের সাবেক সভাপতি স্বজল বিশ্বাস, লালুয়া নয়াপাড়া সিনিয়র মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, বিশ্বাস রাফসান জানি রক্তিম, নিলয় বিশ্বাস, অন্তুু, জাহিদুল হক, জলিল ভুইয়া প্রমুখ।