চঞ্চল সাহাঃ কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিক্ষার্থী অভিভাবকরা। এ উপজেলার ঐতিহ্যবাহী এবং পুরানো এ শিক্ষা প্রতিষ্ঠান মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ কলেজে এমন অনাকাংখিত ঘটনা কখনো ঘটেনি। একই কলেজের চতুর্থ শ্রেনীর এক কর্মচারী অধ্যক্ষ’র নির্দেশ পালন করবে না বরং ক্যাম্পাসে ব্যানার নিয়ে অধ্যক্ষ’র বিচার এবং অপসারন দাবী করবে, এমন দুঃসাহসিক কাজ বিবেকবান মানুষদের ভাবিয়ে তুলছে। কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে এবং শব্দদুষন রোধে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার ক্যাম্পাসে মোটরসাইকেল প্রবেশে একটা সময় সীমা বেঁধে দিয়ে কলেজের আভ্যন্তরীন সড়কে একটি ব্যারিকেট দেয়ার নির্দেশ দেন। কিন্তু তা কানে তুলেনি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী মামুন খান। এতে অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার মামুনকে গালমন্দ করে বলে তার দাবী।
এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ’র বিরুদ্ধে ব্যানার নিয়ে মানববন্ধন করে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা। যা এলাকার শিক্ষিত সমাজকে ভাবিয়ে তুলছে। তাদের প্রশ্ন একজন অধ্যক্ষ’র নির্দেশ পালনে গাফেলতি উপরন্ত তাঁর বিরুদ্ধে মানববন্ধন আসলে এ লজ্জা কার?