আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শহিদ প্যাদা'র স্ত্রী লাইলী বেগম (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত লাইলী বেগম জানান, সকালে একই গ্রামের মাদক মামলার আসামি নশা মৃধা তার বাড়ির সীমানা কেটে ঘের না করতে বাধা দেওয়ায় তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
স্থানীয় গ্রাম পুলিশ সোহাগী জানান, চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয় এর মাধ্যমে ঘটনা শুনে তার বাড়িতে গেলে লাইলী বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পারি। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। ৬টি সেলাই লেগেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।