চঞ্চল সাহাঃ কলাপাড়ায় চুলার আগুন থেকে বসতঃ বাড়ীতে আগুন লেগে শামিয়া নামে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মা চম্পা বেগম (৩০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে । শামিয়ার পিতা মো.রমজান আলী ওরফে বাবু।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার পর চুলার পাশে জ্বলন্ত কাঠ রাখা হলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। শিশুটি এসময় ঘরের ভিতর দোলনায় ছিল। মা চম্পা বেগম পাশের গ্রামে কাজে গিয়েছিল ।বাড়ীতে পরিবারের অন্যকোন সদস্য ছিল না বলে স্থানীয়রা জানিয়েছে।