বিশ্বাস শিহাব পারভেজ মিঠু/ এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০মার্চ বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজার মসজিদ ও বিশ্বাস বাড়ী জামে মসজিদের সভাপতি আওয়ামী যুবলীগের নেতা সৌরভ বিশ্বাস, ব্যবসায়ী এনামুল হক প্যাদা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাদল হাওলাদারের নামে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওইবাজারে সাবেক ব্যবসায়ী গোপালগঞ্জ কোটালীপাড়ার নৌগাতি হাজরাবাড়ীর সাহেব আলীর পুত্র মিলন বাদী হয়ে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে মানিকগঞ্জ ২নং চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট আদালতে ১২৬/২০২২নং মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কল্পকাহিনির অবতারনা করে মামলা দায়ের করে। ওই মামলার বিবরনে দেখা যায়,গত ১১ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় মানিকগন্জ বাস স্টান্ডে উল্লেখিত আসামীরা উপস্হিত হয়ে বাদী মিলনের কাছে ০৫লাখ টাকা চঁাদা দাবী করে।মামলার ১নং আসামী সৌরভ বিশ্বাস ডেগারের ভয় দেখিয়ে ২ লাখ টাকা আদায় করে। বাকি তিন লাখ টাকার জন্য হুমকি দিতে থাকে। এ ঘটনা অলৌকীক কল্পকাহিনীর নাটকিয় ভিত্তিহিন মিথ্যা মামলা দায়ের করে এমন বক্তব্য রাখেন বক্তারা।
দায়েরকৃত মামলায় ১১ফেব্রুয়ারী মানিকগঞ্জ বাসস্টান্ডের কল্পকাহিনির চাদা দাবি করে। ওই সময় মামলার বর্নিত আসামীরা দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাস'র বাবা রহিম উদ্দিন বিশ্বাস সহ যারা মৃত্যবরন করেছে তাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে পারিবারিক দোয়া মোনাজাত ও মেজবান অনুষ্ঠিত হয়। যেখানে সৌরভ বিশ্বাস সহ মামলার আসামীরা উপস্থিত ছিলেন। যার স্হির চিত্র রয়েছে। ওই দিন আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা সহ সভাপতি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম, কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু সহ বহু গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌরভ বিশ্বাস সহ উল্লেখিত আসামীরা ১১ফেব্রুয়ারী শুক্রবার লালুয়া চান্দুপাড়া বিশ্বাস বাড়ীতে অবস্থান করেছিল। একই সময় কিভাবে মানিকগঞ্জ বাসস্টান্ডে চাঁদাবাজী করতে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে বক্তারা। তদন্ত পুর্বক মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাজার ব্যবসায়ী ও সাধারন আমজনতা।
লালুয়া মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির আহুত মানববন্ধনে বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খান, ইউনিয়নের কৃতি সন্তান চেয়ারম্যান প্রার্থী মো. স্বজল বিশ্বাস, বদরুদ্দোজা সৈকত বিশ্বাস, ফরিদ বিশ্বাস, এনায়েত বিশ্বাস, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক, হীরন গাজী, সহ-সভাপতি মো. জাকারিয়া, সফিউল গাজী,সাংগঠনিক সম্পাদক জুলফু গাজী,আওয়ামী লীগ নেতা হোসেন খান, স্বপনগাজী, একুব আলী প্যাদা, অসিম বিশ্বাস, ছাত্রলীগের মুছা চৌকিদার, আশিক মৃধা, সুজন বিশ্বাস, রিপন হাওলাদার বক্তব্য রাখেন।