বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস চাপায় নিহত সাংবাদিক হাসান পারভেজের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১২ মার্চ সকাল ১১টায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়িতে জানাজাা শেষে পারিবারিক কবরস্থনে সমাহিত করা হয়। এর আগে কলাপাড়া প্রেসক্লাবের সদস্যরা নিহত সহকর্মীর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে নিরবতা পালন করেন। দৈনিক সমাচার থেকে সাংবাদিকতা শুরু কলাপাড়া প্রেসক্লাবের সদস্য হাসান পারভেজ দৈনিক সমকাল ও সর্বশেষ ডেইলি ইন্ড্রাষ্টি পত্রিকার কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে সে স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী ছেলে নাফিস পারভেজকে রেখে গেছেন। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির জানাযায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, হাসান ছিলেন ব্যক্তিজীবন সৎ ও সদালপি। তার মতো একজন সহকর্মীকে হারিয়ে কলাপাড়ার সকল গণমাধ্যমকর্মীরা ব্যথিত। কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর প্রতি সম্মান জানাতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহসভাপতি মোঃ এনামূল হক, সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সহসাধারন সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারন সম্পাদক মহসীন পারভেজ ও নেছার উদ্দিন আহম্দে টিপু, সহ সাধারন সম্পাদক অশোক মুখার্জী, অর্থ সম্পাদক শরীফূল হক শাহীন, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, সদস্য নূরূল কবির ঝুনু ও কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সহযোদ্ধার শেষ বিদায়ে শোক সমবেদনা জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারে আসার পথে যমুনা লাইন পরিবহনের বাসটি হাসান পারভেজকে চাপা দিয়ে প্রায় ৩০ ফুট টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। ওসি জানান, সাংবাদিক হাসান পারভেজ নিহতের ঘটনায় বাসের চালকসহ তিনজনের নামে থানায় মামলা দায়ের করেছে নিহতের ভাই ইব্রাহিম সরদার। দূর্ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।