আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় কৃষক হত্যা দিবস পালন করেছে কৃষক লীগ নেতাকর্মীরা। এ উপলক্ষে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগ, পৌর কৃষক লীগ ও মহিপুর কৃষক লীগ যৌথভাবে এর আয়োজন করে। কৃষক নেতারা মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় ১৯৯৩ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্মরনে ও বিচারের দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আাওয়ামী দলীয় কার্যলয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
পৌর কৃষক লীগের সভাপতি মর্তুল্লাহ সৌরভ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন দোলন ঢালী।