মোঃ এনামুল হকঃ কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর বালিয়াতলী সড়কে গত ১৬ ফেব্রুয়ারী অটোরিকশা ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে আহত শাকিল মোল্লা (৩০) দীর্ঘ ৩৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। মঙ্গলবার ২২ মার্চ সন্ধা সাতটায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে দীর্ঘ ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পরে মারা যান। ঘটনাস্থলে হাচনাপাড়া গ্রামের মৃত মোশাররফ হোসেন তালুকদার এর পুত্র মোঃ সোবাহান তালুকদার (৪৫) মারা যান। আহত হয়েছে, নাইয়াপট্রি এলাকার নয়া মিয়ার পুত্র মোঃ মোঃ ইমন হোসেন (২০)। তার মধ্যে কলাপাড়া পৌরসভার সবুজবাগ নিবাসী আবদুল মন্নান মোল্লার পুত্র মোঃ শাকিল মোল্লা গুরুতর আহত হয়েছে। আহত শাকিল মোল্লা ২২ মার্চ মঙ্গলবার সন্ধা সাতটায় মারা যান। মৃত্যুকালে তার বাবা- মা স্রীসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বেলা এগারোটায় কলাপাড়া উপজেলার নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে এতিমখানা কবরস্হানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।