আপন নিউজ অফিসঃ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে পুকুর থেকে এক বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম রাওফিন। রাওফিন একই গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী হালিম গাজীর ছেলে।
রবিবার দুপুরে পরিবারের সদস্যরা পুকুরে অনেক খোঁজাখুজির পর ঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর চাচা লিমন জানান, সকাল থেকে ঘরেই ছিলো শিশু রাওফিন। আর বাড়ির উঠানের পুকুরটির চারদিক জাল দিয়ে ঘেরা ছিলো। দুপুরে রাওফিনকে ঘরে ও বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। না পেয়ে পুকুর পাড়ে যায়। এসময় পুকুরে নেমে খোঁজাখুজি করে ঘাটের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।